এম রবিউল্লাহ: ইরাকে ফের রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে আইএস। দেশটির উত্তরাঞ্চলে স্বেচ্ছাসেবক পেশমার্গা বাহিনীর ওপর আইএস সন্ত্রাসীরা এ রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। পেশমার্গার স্থানীয় কমান্ডার মাখমুর সিরওয়ান বারজানি কুর্দি মিডিয়া নেটওয়ার্ককে জানান, আইএস সন্ত্রাসীদের রাসায়নিক হামলায় কুর্দি ১৪ সেনা আহত হয়েছে। খবর আইআরআইবি ও প্রেস টিভির।
বারজানি আরো বলেন, পেশমার্গা যোদ্ধারা পাল্টা আইএসের উপর হামলা চালায়। বিষাক্ত গ্যাস থেকে বাঁচতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে আইএস। আহত যোদ্ধাদের অবস্থা এখন অনেকটাই শংকামুক্ত। কুর্দিদের পাল্টা হামলার পর যুদ্ধক্ষেত্রের অবস্থা স্থিতিশীল।
গত সপ্তাহে ‘অর্গানাইজেশন ফর প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স’র মহাপরিচালক আহমেদ উজুমচু জানিয়েছিলেন, হেগ ভিত্তিক ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আইএসের রাসায়নিক গ্যাস বা মাস্টার্ড গ্যাস ব্যবহারের প্রমাণ পেয়েছে। এছাড়া, গত ৯ মে কুর্দি সূত্রগুলো বলেছিল, আইএস সন্ত্রাসীরা ইরাকের কিরকুকের বাশির এলাকায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে।