মতিউর রহমান, সাভার : ঢাকার আশুলিয়া থেকে এক কেবল টেকনিশিয়ানের বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার সকালে আশুলিয়ার রণস্থল কামাড়পাড়া এলাকার স্থানীয় একটি পুকুরের পাড় থেকে বস্তাবন্দী অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
নিহত কেবল টেকনিশিয়ান আরিফ হোসেন (২৫) আশুলিয়ার রণস্থল এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, রনস্থল কামাড়পাড়া এলাকার একটি পুকুর পাড়ে বস্তাটি পড়ে থাকতে দেখতে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে বস্তা খুলে ওই এলাকার কেবল টেকনিশয়ান আরিফের মরদেহটি উদ্ধার করে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহতের মরদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এছাড়া আরিফ স্থানীয় বিভিন্ন কেবল অফিসে কাজ করতো বলেও জানান এসআই ওমর ফারুক।