ফারুক আলম : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেছেন, নীতিনৈতিকতা ও মূল্যবোধ সমুন্নত রেখে শিল্প-কারখানার শান্তিপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিতকরণে শিল্প পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ।
রোববার আশুলিয়া শিল্প পুলিশের তৃতীয় ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিল্প-কারখানায় কর্মপরিবেশ বজায় রাখার লক্ষ্যে বর্তমান সরকার শিল্প পুলিশ নামে নতুন শাখা প্রতিষ্ঠা করেছে।
তিনি বলেন, শ্রম আইন বাস্তবায়নও শিল্প পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ জন্য শিল্প পুলিশের প্রতিটি সদস্যকে শ্রম আইন ভালভাবে জানতে হবে। প্রশিক্ষিত এসব শিল্প পুলিশ সদস্যগণ শ্রমিকদের অধিকার এবং দায়িত্ববোধ সম্পর্কে ধারণা প্রদানে সহায়তা করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিল্প পুলিশের সদস্যগণকে পিতা-মাতার ভরণ-পোষণ আইন সম্পর্কে অবহিত করে প্রতিমন্ত্রী বলেন, আপনারা যেহেতু আইন প্রয়োগকারী সংস্থায় নিয়োজিত তাই আপনাদের মাধ্যমেই এ আইনটির বাস্তবায়ন একটা দৃষ্টান্ত হতে পারে। শিল্প পুলিশ সদস্যগণকে নিজেদের পারিবারিক পর্যায়ে আইনটি বাস্তবায়নের আহবান জানান।
শিল্প পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম (পিপিএম) এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে শিল্প পুলিশ-১ এর পরিচালক (পুলিশ সুপার) মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
শিল্প পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম (পিপিএম) এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প পুলিশ-১ এর পরিচালক (পুলিশ সুপার) মোস্তাফিজুর রহমানসহ প্রশিক্ষণ এএসআই, নায়েক ও কনস্টেবল পর্যায়ের ১০০ জন পুলিশ সদস্য অংশ গ্রহণ করেন। এর আগে প্রতিমন্ত্রী প্রশিক্ষণ প্রাপ্ত পুলিশ সদস্যদের প্যারেড পরিদর্শন করেন।