গোয়াইনঘাট (সিলেট)প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বজ্রপাতে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।
রোববার বিকালে বজ্রপাতে তিনি নিহত হন। নিহতের নাম মওলানা মহাম্মদ আলী, তিনি উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ছাত্তারগ্রাম গ্রামের বাসিন্দা। মওলানা মহাম্মদ আলী গোয়াইনঘাট উপজেলায় তাজুল উলুম জাতুগ্রাম মাদ্রাসার শিক্ষক।
পারিবারিক সুত্রে জানা যায়, রোববার বিকালে মওলানা মহাম্মদ আলী তার মেয়ের বাড়ি যাওয়ার সময় আকস্মিকভাবে তার উপর বজ্রপাত আঘাত হানে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।