ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের কারখানাগুলো এখন আগের তুলনায় অনেক নিরাপদ হয়ে উঠেছে বলে জানিয়েছে ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশের ৫৬ শতাংশ পোশাক কারখানার সংস্কার কাজ হয়েছে। সর্বশেষ ১ হাজার ৫৫০টি কারখানা পরিদর্শন করেছে অ্যাকর্ড। তবে ৭৫টি নতুন তালিকাভুক্ত কারখানা পরিদর্শন চলমান রয়েছে।
গতকাল রাজধানীর কারওয়ান বাজারে একটি হোটেলে অ্যাকর্ডের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক রব ওয়েজ। এতে অ্যাকর্ডের রেমিডিয়েশন অ্যান্ড কমপ্লায়েন্ট কেস হ্যান্ডলার প্রধান নাজমুস সাঈদ শরণ, প্রধান প্রকৌশলী (ফায়ার সেফটি) মোহাম্মদ কামরুজ্জামান, ট্রেইনিং কোয়ালিটি অ্যান্ড লজিস্টিকস ম্যানেজার রুশদিনা খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে তিন বছরে অর্জন সম্পর্কে অ্যাকর্ডের নির্বাহী পরিচালক রব ওয়েজ বলেন, পোশাক কারখানাগুলোতে রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন আছে, এমন ৬৫টি অ্যাকর্ড তালিকাভুক্ত সাপ্লায়ার কারখানায় সেফটি কমিটি সফলভাবে পরীক্ষামূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে। বাংলাদেশ প্রতিদিন