কিরণ সেখ: দলের বিক্ষোভ সমাবেশের জন্য রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুমতি পেয়েছে ঢাকা মহানগর বিএনপি। নগর বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিক্ষোভ সমাবেশের জন্য প্রশাসনের অনুমতি দিয়েছে। বিগত দিনে যেভাবে অনুমতি দিয়েছে এবারও সেইভাবে অনুমতি দিয়েছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
সোমবার বিকাল ৩ টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিরুদ্ধে পুলিশের অভিযোগপত্রের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন নগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস।