//ডিএমপির ট্রাফিক বিভাগ//
ইসমাঈল হুসাইন ইমু : মোটর বাইক থেকে ‘পুলিশ’ ‘সাংবাদিক’ ‘ডাক্তার’ ‘আইনজীবী’ লেখা স্টিকার তুলে ফেলা হচ্ছে। এখন রাজধানীর সড়কগুলোতে চলমান বাইকগুলো থামাতে বেগ পেতে হচ্ছে না ট্রাফিক পুলিশের। এতে জরিমানার মাধ্যমে রাজস্বও বাড়ছে। তবে রয়েছে ভোগান্তিও।
জানা গেছে, হেলমেট নেই, কাগজে ত্রুটি, বাইকে তিনজন নেওয়াসহ নানা অপরাধে তাৎক্ষণিক জরিমানা করা হচ্ছে চালকদের। অবশ্য পুলিশ সরাসরি টাকা হাতে নিচ্ছে না। ইউক্যাশে টাকা পাঠালেই হয়। আর জব্দকৃত কাগজ পেতে সপ্তাহখানেক সময় লাগে। তবে সুন্দরবন পরিবহন কুরিয়ার সার্ভিসকে সার্ভিস চার্জ দিতে হয়। সব মিলিয়ে ডিজিটাল করা হয়েছে ট্রাফিক পদ্ধতি।
জানা গেছে, গত পরশু খমারবাড়ি এলাকায় এক যুবককে হেলমেট না পরায় আড়াইশ’ টাকা জারিমানার সিøপ দেওয়া হয়্। সেইসঙ্গে জব্দ করা হয় তার বাইকের কাগজপত্র। আবার গতকাল তাকে একইস্থানে অরেকটি অপরাধে ৬শ’ টাকা জরিমানার সিøপ দেওয়া হয়। জানতে চাইলে সংশ্লিষ্ট সার্জন্টের উত্তর আবার পেলে কোনো না কোনো অপরাধে জরিমানা করা হবে।
প্রসঙ্গত, সার্জেন্টের কাজ মামলা করা অর্থাৎ তিনি বাদী, আর বিচারক সংশ্লিষ্ট জোনের ডিসি। এক্ষেত্রে একজন সার্জেন্ট মামলা না করে কাগজ জব্দ করেই জরিমানার সিøপ কিভাবে দেন। তাহলে বাদী হয়ে তিনিই আবার বিচারের রায় দেন কিভাবে ? সম্প্রতি ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেছেন, সার্জেন্টদের বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে।
আর একারণেই হয়তো ডিএমপির সার্জেন্টরা এবার বাইক দেখলেই জরিমানার সিøপ দিচ্ছে বলে ভুক্তভোগিদের অভিমত।
এ বিষয়ে তেজগাঁও ট্রাফিক জোনের সিনিয়র সহকারি কমিশনার আবু ইউসুফ জানান, এর আগে কোনো বাইক অথবা গাড়ি চালককে একটি অপরাধে মামলা দিলে ওই মামলার নিষ্পত্তি পর্যন্ত গাড়ি চালাতে কোনো সমস্যা ছিল না। বর্তমানে ওই পদ্ধতি নেই। একটি অপরাধ করে অন্য মোড়ে পৌঁছে একই অপরাধ করলেতো জরিমানা দ্বিগুণও হতে পারে উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, চট্টগ্রাম মহানগরীতেও চলাচলরত কোনো যানবাহনে পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন পেশার আলাদা স্টিকার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। গতকাল বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়। এদিন দুপুরে চট্টগ্রাম পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার। সম্পাদনা : মাহমুদুল আলম