সারীফা রিমু : যক্ষ্মা,পোলিও, নিউমোনিয়া, হেপাটাইটিস-বি, হামসহ মোট ১০ মারাতœক রোগের প্রতিষেধক টিকাদান কার্যক্রম চলছে সরকারি ব্যবস্থাপনায়। আর এ কার্যক্রমের নাম দেয়া হয়েছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই। এই অবস্থায় এক মাসেও বেশি সময় ধরে কয়েক জেলায় নিউমোনিয়া প্রতিষেধক পিসিভি ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে । সিরিঞ্জের অভাবে বন্ধ রয়েছে যক্ষ্মার প্রতিষেধক ভিসিজি টিকাদানও।
শিশু জন্মের ৪২ দিনের মধ্যে নিউমোনিয়া প্রতিরোধক পিসিভি টিকা দেয়ার নিয়ম রয়েছে। এছাড়া শিশুকে যক্ষ্মার হাত থেকে রক্ষা করতে দেয়া হয় যক্ষ্মার প্রতিরোধক ভিসিজি টিকাও। অথচ গেলো কয়েক সপ্তাহ ধরে স্বাস্থ্য কেন্দ্র থেকে টিকা না দিয়েই ফিরে যেতে হচ্ছে অভিবাকদের ।
আর এর সংকট প্রকট আকার ধারণ করেছে দক্ষিণের জেলা বরিশাল আর শরিয়তপুরসহ কয়েকটি জেলায়।
ইপিআই কেন্দ্রগুলোতে দায়িত্বরত সেবিকারা জানান এপ্রিলের শুরু থেকে পিসিভি ভ্যাকসিন আর ভিসিজির সিরিঞ্জ সরবরাহ বন্ধ রয়েছে।
জীবন রক্ষাকারী টিকার পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে শিশু কার্ড আর প্রয়োজনীয় উপকরণেরও সংকট দেখা দিয়েছে।
যদিও বরাবরের মতো স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা যতো দ্রুত সম্ভব ইপিআই কেন্দ্রগুলোতে ভ্যাকসিন সরবরাহের আশ্বাস দিচ্ছেন।
চিকিৎসকরা বলছেন সময়মতো শিশুদের জীবন রক্ষাকারী টিকা গুলো সময়মতো দেয়া না গেলে বাড়বে শিশু মৃত্যুর ঝুঁকি।