ডেস্ক রিপোর্ট : নিজেকে সবসময় সাসপেন্সের চাদরে মুড়িয়ে উপস্থাপন করতেই যেন পছন্দ নায়িকা পরীমনির। কদিন বাদে বাদেই জন্ম দেন নতুন নতুন ঘটনার। শনিবার রাতেও তেমন এক সাসপেন্স উপহার দিলেন তিনি। নিজের ফেসবুকে একটি ছবি আপলোড করেন এ নায়িকা।
যেখানে দেখা যায়, গাড়ি বারান্দায় কোটি টাকা মূল্যের একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ির সঙ্গে দাঁড়িয়ে আছেন তিনি। ছবিটির সঙ্গে পরীমনি লিখেছেন, ‘ইয়াও, আমার নতুন বিএমডব্লিউ। আমি ভালোবাসি কালো, কালো, কালো’। তার পরনেও ছিল কালো রঙের শাড়ি। কিন্তু গাড়িটি তিনি কিনেছেন, না কেউ তাকে উপহার দিয়েছেন সে বিষয়ে কিছু লিখেননি।
এ প্রসঙ্গে জানতে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ডাবিং-এর কাজে ব্যস্ত আছেন বলে এসএমএসের মাধ্যমে জানান।
প্রসঙ্গত, বিলাসবহুল আর আকাশছোঁয়া দামের কারণে পৃথিবী জুড়েই ল্যান্ড রোভার, জাগুয়ার, মার্সিডিজ কিংবা বিএমডব্লিউ ব্র্যান্ডের গাড়ির খ্যাতি রয়েছে। উল্লেখ্য, পরীমনি বর্তমানে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘রক্ত’ নামে নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ ছবির জন্য তাকে ফাইটও শিখতে হচ্ছে। এ মাসেই ছবিটির শুটিং করতে দার্জিলিং যাবেন এই অভিনেত্রী। এতে তার নায়ক রোশন রিক্ত। এটি পরিচালনা করছেন মালেক আফসারী। মানবজমিন