রিমন মাহফুজ , কান ( ফ্রান্স) থেকে : কান চলচ্চিত্র উৎসবে ধ্রুপদী ছবির বিভাগ কান ক্ল্যাসিকসে রাখা হয়েছে খান আতা অভিনীত উর্দু ছবি ‘জাগো হুয়া সাভেরা’ (১৯৫৮)। এর দৃশ্যায়ন হয়েছিলো ঢাকা থেকে ৩০ মাইল দক্ষিণে মেঘনা নদীর তীরের এক জেলেপল্লীতে।
উৎসবের মূলকেন্দ্র প্যালে ডি ফেস্টিভ্যাল ভবনের সাল বুনুয়েল প্রেক্ষাগৃহে রোববার (১৫ মে) সকাল ১১টায় ছিলো আইজাই কারদার পরিচালিত ‘জাগো হুয়া সাভেরা’র প্রদর্শনী। এ ছবির সহকারী পরিচালক ছিলেন বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হান।
খান আতা ও জহির রায়হান- বাংলাদেশের চলচ্চিত্রের সোনালি সময়ের সঙ্গে যুক্ত দু’জন কাজ করেছেন এমন ছবি কানে দেখার অনুভূতি অন্যরকম। পাকিস্তানি ছবি বলা হলেও এর পরতে পরতে আছে বাংলাদেশ!ছবিটিতে জেলে কাসিম চরিত্রে দেখা যায় খান আতাকে। তবে পর্দায় তার নাম উল্লেখ করা হয়েছে আনিস। তখন তিনি এই নামেই পরিচিত ছিলেন। ছবিটিতে তার সহশিল্পী ছিলেন কলকাতার তৃপ্তি মিত্র।
মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পদ্মা নদীর মাঝি’ অবলম্বনে কবি ফয়েজ আহমেদ ফয়েজের চিত্রনাট্যে তৈরি হয় ছবিটি। তদানীন্তন পূর্ব পাকিস্তানের জেলে সম্প্রদায়ের জীবনযাপন নিয়েই এর গল্প। তারা প্রত্যেকেই নিজের একটি নৌকার স্বপ্ন দেখে। এবারই প্রথম কোনো পাকিস্তানি ছবির প্রদর্শনী হলো কানে।
‘জাগো হুয়া সাভেরা’র মূল নেগেটিভ হারিয়ে গেছে। ছবিটি ও এর শব্দ পুনরুদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করেছে লন্ডনের ডিলাক্স রিস্টোরেশন। তাদেরকে ছবিটি দিয়েছে ছবিটির প্রযোজক নোমান তাসিরের ফাউন্ডেশন। তার ছেলে আনজুম তাসির বাবার নামে ফাউন্ডেশনটি চালান।