সারীফা রিমু: সরকারকে চাপে ফেলতেই স্পর্শকাতর ব্যক্তিদের হত্যা করছে সন্ত্রাসীরা। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলছেন এসব হত্যার পিছনে দেশীয় সন্ত্রাসের পাশাপাশি বিদেশি সংস্থার ম“ও থাকতে পারে।
যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি আরো বলেন, এসব ঘটনায় সরকার মোটেও বিচলিত নয়।
লেখক, প্রকাশক, ব্লগার থেকে ভিন্ন চিন্তার মানুষ, শিক্ষক কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, এমন কি বিদেশি নাগরিক ও ধর্মীও নেতা গত কয়েক মাসে হত্যাকা-ের শিকার হয়েছে সব শ্রেণিপেশার মানুষ। হঠাৎ করেই কেন এমন ধারাবাহিক হত্যাকা- ?
সরকার বলছে বেছে বেছে এমন ব্যক্তিদের খুন করা হয় যাতে দেশ বিদেশে সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ।
সরকারকে চাপে ফেলার জন্য এ কাজগুলো করা হয়েছে। যারা এই হত্যাকা-গুলো ঘটিয়েছে তারা খুঁজে খুঁজে সফট টার্গেট বের করেছে বলেও জানান তিনি । তবে পৃৃথিবী এটা নিশ্চয় বুঝেছে যে এই সফট টার্গেটগুলো অবশ্যই উদ্দেশ্যপ্রণোদিত।
যদিও এসব হত্যাকা-ের পিছনে এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো চক্রের সম্পৃক্ততা নিশ্চিত করতে পারেনি পুলিশ। স্থানীয় জঙ্গিগোষ্ঠি,আনসারুল্লাহ বাংলাটিম ও জিএমবি এসব হত্যাকা-ে জড়িত বলে ধারণা তাদের।
তবে ভীনদেশি সন্ত্রাসী বা গোয়েন্দা সংস্থার আশঙ্কা উড়িয়েও দিচ্ছেন না এই শীর্ষ আমলা।
হত্যাকান্ডগুলোর সঙ্গে শীর্ষ যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকরের সম্পর্ক থাকতে পারে বলেও আশঙ্কা অনেকের। তবে এই ইস্যুতে পাকিস্তান কিংবা তুরস্কের সরকারের কাছে পর্যাপ্ত তথ্য নেই বলেও মনে করেন মূখ্যসচিব।
তিনি জানান, পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে তাই সরকারপ্রধান মোটেও বিচলিত নয়।
যমুনা টিভি