হাসান জাহিদ তুষার: নতুন করে জন প্রশাসনের ২২২ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। তাদের পদোন্নতিতে বেতন ও বিভিন্ন প্রণোদনার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ ব্যয় করতে হবে। গত তিন দিনে ৮৫ জন উপসচিব থেকে যুগ্ম সচিবে পদোন্নতি দেওয়া হয়। রোববার সরকার ৭৩ জন উপসচিবকে যুগ্ম সচিবের পদোন্নতি দেয়। ৬৪ জন সিনিয়র সহকারি সচিবকে উপসচিবের পদোন্নতি দেয়। তাদের মধ্যে অধিকাংশ কর্মকর্তাকে বিভিন্ন কারণে পদোন্নতি দেওয়া হয়নি বিগত বছরে।
বিভিন্ন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ সূত্রে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের ওএসডি করে রেখেছে। তাদের অধিকাংশই পূর্ব পদেই বহাল ছিলেন কারণ তাদের পদোন্নতির দেওয়া হলেও কোনো শূন্যপদ নেই। তার অর্থ তারা পদোন্নতি পেলেও পূর্বের কাজই করবেন এবং সরকারি বেতন ও প্রণোদনা সুবিধা ভোগ করতে পারবেন। দেশের সর্বোচ্চ আমলারা পদোন্নতি পেয়েও একই কাজ করা প্রশাসনের সাধারণ দৃশ্য নতুন বা অবাক হওয়ার মতো কিছুই নেই।
২২২ জনের পদোন্নতিতে বেতন ও প্রণোদনা বাবদ আরো ৩০ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারের বেশি ব্যয় হবে। নতুন করে পদোন্নতির ফলে ১২০টি অতিরিক্ত সচিবের পদে ৪৫২ জন রয়েছেন। ২৩৫টি যুগ্ম সচিবের পদে ৮৭০ জন রয়েছেন। ৮৩০ টি উপসচিবের পদে ১২৩৪ জন রয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিগত বছরে যাদের পদোন্নতি দেওয়া হয়নি বা বঞ্চিত করা হয়েছে তাদের পদোন্নতি দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এনএসআই যাদের বিরুদ্ধে নেতিবাচক রিপোর্ট দিয়েছে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে আর যাদের ইতিবাচক রিপোর্ট দিয়েছে তারা পদোন্নতি পায়নি বলে মন্ত্রণালয় সূত্রে জানা যায়।
আমলাদের পদোন্নতির জন্য জন প্রশাসনের কর্মকর্তাদের মন্ত্রী নিয়মিত একটি প্রক্রিয়া চালু করার নির্দেশ দিয়েছেন। পদোন্নতি পাওয়ার যোগ্যদের পদোন্নতি থেকে বঞ্চিত করার খবরের পরেই আশরাফের নির্দেশনা এসেছে। যোগ্যতা থাকা সত্বেও অনেকে পদোন্নতি না পেয়ে মনক্ষুণœ হন।
অতিরিক্ত সচিবদের বেসিক বেতন ৬৬ হাজার টাকা ধার্য করা হয়েছে আর অন্য সুবিধাদী গ্রেড দুই থাকবে। একজন যুগ্ম সচিব পাবে ৫৬ হাজার স্কেল। উপসচিব পাবেন ৫০ হাজার স্কেল। অন্য সুবিধার মধ্যে বাড়ি ভাড়া বাবদ বেসিক বেতনের ৫০ ভাগ পাবেন। আগামী জুলাই থেকে তা কার্যকর হবে। গড়ে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা ১০ হাজার টাকা বেশি পাবেন।
সূত্র জানায়, এক দুই দিনের মধ্যেই তাদের নতুন দায়িত্ব দেওয়া হবে। জনপ্রশাসন সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী রাশিয়া থেকে ফেরত আসার পরেই পদোন্নতি প্রাপ্তদের পদে নিয়োগ দেওয়া হবে। তবে তারা কখন থেকে নতুন পদের দায়িত্ব পাবেন তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের সম্পর্কে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার দ্য ডেইলি স্টারকে বলেন, পদ না থেকেও নতুন করে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত যথাযথ হয়নি। দেশের আমলাতন্ত্রকে শক্তিশালী করতে এই ধরনের সিদ্ধান্ত সরকারের স্ব-বিরোধী নীতি। উচ্চপদস্থ কর্মকর্তাদের পদোন্নতি দিতে নির্দিষ্ট একটি পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দিয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, অধিকাংশ পদোন্নতি পাওয়া কর্মকর্তা নতুন দায়িত্ব পাবেন না। উচ্চপদে পদ শূন্য না থাকায় তারা দায়িত্ব নিতে পারবেন না। আগামী ৩-৪ মাসের মধ্যে ২১ ও ২২ তম বিসিএসের সিনিয়র সহকারি সচিবদের পদোন্নতি দেওয়া হবে।
সূত্র: দ্য ডেইলি স্টার
অনুবাদ: এম রবিউল্লাহ