সুজন কৈরী : রাজধানীর কাওরান বাজার এলাকা কুখ্যাত সন্ত্রাসী মামা সাগর ও তার সহযোগী মো. আব্দুস সামাদ খলিফাকে অস্ত্র-গুলিসহ আটক করেছে র্যাব-২।
সোমবার দুপুরের দিকে র্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রোববার রাত সাড়ে ১১টার দিকে তেজাগাঁওয়ের কারওয়ান বাজারের চারুলতা রেস্তোরার সামনে র্যাব-২ এর মেজর মো. আতাউর রহমানের নেতৃত্বে অভিয়ান চালিয়ে ১টি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী মামা সাগর (৩৩), ও তার সহযোগী আব্দুস সামাদ খলিফাকে (৩০) আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ রাজধানীর কাওরান বাজার, র্ফামগেট এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
এছাড়া শিল্পপতি ব্যবসায়ী চাকুরিজীবীসহ বিভিন্ন শ্রেনী পেশা লোক জনকে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজী, ছিনতাই, খুন, ডাকাতিসহ সন্ত্রাসী কার্যক্রম করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়াই তাদের প্রধান পেশা।
এ ঘটনায় আইনানুগব্যবস্থঅ গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।