আন্তর্জাতিক ডেস্ক : মালি শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ পুলিশের কনস্টেবল মো. ছামিদুল ইসলাম ও কনস্টেবল মোতাহার হোসেন ঘুর্ণিঝড়ের কবলে পড়ে নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ৫জন। রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। হতাহতের এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আইজিপি এ কে এম শহীদুল হক। সোমবার দুপুরের দিকে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল ইসলাম।