জাহিদ হাসান : মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট বলেছেন, সন্ত্রাস প্রতিরোধে বাংলাদেশের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। সোমবার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন।
বার্নিকাট বলেন, সন্ত্রাস প্রতিরোধে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত।
বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল আমাদের সাথে বৈঠক করেছে। বাংলাদেশকে সাহায্য করার জন্য তারা আমাদের কাছে এসেছেন এবং তাদের ইচ্ছার কথা আমাদের বলেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তাদের বলেছি, সারা বিশ্ব সস্ত্রাসী হামলার স্বীকার হচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশও সন্ত্রাসী হামলার হাত থেকে রক্ষা পাচ্ছে না এবং এই সন্ত্রাসী হামলাগুলো আমাদের দেশের জঙ্গিগোষ্ঠীগুলোই ঘটাচ্ছে। এজন্য হামলাগুলো যাতে আগে থেকেই প্রতিরোধ করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করেছি।