আমিন ইকবাল : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে প্রথমবারের মতো তার মা হিরাবেন বেড়াতে এসেছিলেন। রাজধানী দিল্লির রেস কোর্স রোডের এই ভবনে মোদি প্রায় দুইবছর ধরে বাস করছেন। কিন্তু এতদিন দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে আসেননি নরেন্দ্র মোদির মা হীরাবেন। প্রধানমন্ত্রীই বরং গুজরাতে নিজের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন।
টুইটার একাউন্টে মায়ের সঙ্গে তোলা ছবিগুলো পোস্ট করে মোদি লিখেছেন, ‘আমার মা গুজরাট ফিরে গেছেন। দীর্ঘদিন পর দারুণ সময় কাটিয়েছি তার সঙ্গে। আরসিআর-এ (রেস কোর্স রোড রেসিডেন্স) এই প্রথমবারের মতো তিনি এসেছিলেন।’
টুইট করা ছবিতে দেখা যায়, মোদির মা হিরাবেন বাগানের কাছে একটি হুইলচেয়ারে বসে আছেন। পাশেই দাঁড়িয়ে আছেন ধুসর রংয়ের টি শার্ট আর কালো ট্রাউজার পরা ছেলে, মানে ভারতের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নিজেই যে হুইলচেয়ারটি টেনে এনেছেন ছবিতে তা স্পষ্ট। তিনি তার মাকে বাগানের কোনো একটি গাছ দেখাচ্ছেন।
অন্য একটি ছবিতে দেখা যায়, ফুলে ফুলে ছাওয়া বাগানের বুক চিরে বেরিয়ে যাওয়া সড়ক ধরে চলছেন মা আর ছেলে। মায়ের হুইলচেয়ারটি ঠেলে নিতে নিতে মাকে কি যেন বলছেন মোদি। সম্ভবত মাকে নতুন কোনো ফুল চেনাচ্ছেন। এটাই কিন্তু জগতের নীতি। ছোট বেলায় মায়েরা ছেলেমেয়েদের কত কিছু শেখান। জীবনযাপনের প্রথম ধারণা তো মায়ের কাছ থেকেই পায় শিশুরা। কিন্তু বয়স হয়ে যাওয়ার পর বাবা-মা হয়ে যান শিশু। তখন তারা ছেলেমেয়েদের কাছ থেকে শেখেন কত না নতুন জিনিস।
হিরাবেন উত্তর গুজরাটের মেহসানা জেলার ছোট্ট শহর ভাদনগরে তাঁর বাবার বাড়িতে বসবাস করেন। দেশের রাজধানীতে প্রধানমন্ত্রীর বাসভবনে এসে পাঁচ দিন কাটালেন হীরাবেন। এনডিটিভি/সময়