হীরা, বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী নামক এলাকায় টমটমের ধাক্কায় গৌরাঙ্গ চন্দ্র দাস (৬০) নামের এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত গৌরাঙ্গ দাসের বাড়ি বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের ব্রাহ্মণদিয়া গ্রামে।
জানা গেছে, দুপুরে গৌরাঙ্গ দাস ইচলাদি বাজার থেকে বাড়ির ফেরার পথে বিপরীত দিক থেকে আসা টমটমের ধাক্কায় গৌরাঙ্গ দাস এবং সুশীল নামের আরেক যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গৌরাঙ্গ দাসকে মৃত ঘোষণা করেন।