মাজাহারুল ইসলাম: এমপিওবিহীন ৫ হাজার ২৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা দিনের পর দিন মানবেতর জীবন যাপন করলেও তাদের বিষয়ে কোনো খোঁজ খবর নিচ্ছে না সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এমনকি কবে নাগাদ এসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে কিংবা আদৌ হবে কিনা সেবিষয়ে কোনো জবাব নেই সংশ্লিষ্টদের কাছে।
সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা। তারা নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে তা পর্যায়ক্রমে এমপিওভুক্তির ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে অতিদ্রুত পদক্ষেপ নেয়ার সুপারিশ করেছেন। এদিকে রেজাল্টের ভিত্তিতে ভাল প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির আশ্বাস দিয়েছেন বৈঠকে উপস্থিত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সেক্ষেত্রে ভাল রেজাল্ট করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এমপিওভুক্ত করা যেতে পারে বলে মত দেন তিনি।
কমিটির সভাপতি মো. আফছারুল আমীনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মো. আব্দুল কুদ্দুস, মো. ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, এস. এম. আবুল কালাম আজাদ, মোহাম্মদ মামুনুর রশিদ এবং সেলিনা আক্তার বানু অংশ নেন। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
কমিটি সূত্র জানায়, বৈঠকে এমপিভুক্ত ও নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নানাদিক নিয়ে আলোচনা হয়। এসময় মন্ত্রনালয়ের পক্ষ থেকে বর্তমানে দেশে সর্বমোট ২৬ হাজার ৭৬টি এমপিওভূক্ত এবং ৫ হাজার ২৪২টি সম্পূর্ণ এমপিও বিহীন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বলে জানানো হয়। কমিটি নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যত নির্ধারন এবং এসব প্রতিষ্ঠানে কর্মরতদের বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুবিধাদির বিষয়টি আলোচনায় নিয়ে আসে। কমিটির বেশ কয়েকজন সদস্য এনিয়ে বৈঠকে ক্ষোভ প্রকাশ করে অতিদ্রুত এসব বিষয় সমাধানে মন্ত্রণালয়কে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। একসঙ্গে সবগুলো প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা না গেলে প্রয়োজনে ক্যাটাগরি নির্ধারণ করে পর্যায়ক্রমে এমপিওভুক্তির তাগিদ দেন। জবাবে মন্ত্রী ভাল রেজাল্টের বিষয়টি বিবেচনায় নিয়ে এমপিওভুক্তি করার আশ্বাস দেন।
বৈঠক শেষে কমিটির সদস্য আব্দুল কুদ্দুস এবিষয়ে সাংবাদিকদের বলেন, নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার কথা বলেছেন কমিটির সদস্যরা। মন্ত্রীও এ ব্যাপারে আশ্বস্ত করেছেন। তিনি জানান, ভাল রেজাল্টের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর ক্যাটাগরি নির্ধারন করা হবে। যেসব প্রতিষ্ঠান ভাল রেজাল্ট করেছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এমপিওভুক্ত করা হবে।
এদিকে বৈঠকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা প্রাপ্তি সহজীকরণ নিয়ে আলোচনা হয়। কমিটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা প্রাপ্তি দ্রুত নিশ্চিত করার সুপারিশ করে। এছাড়া বৈঠকে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ইংরেজী শিক্ষা পাঠদানকে আরো বেশি কার্যকর ও যুগোপযোগী করার সুপারিশ করেছে কমিটি।