মামুন খান : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র নাজিম উদ্দিন হত্যা মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মেহেদি হাসান অমি ওরফে রাফীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুনানি শেষে সোমবার ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম রিমান্ডের এই আদেশ দেন।
এরআগে এই মামলায় অমিকে গ্রেপ্তার দেখিয়ে তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. শাহজাহান।
রিমান্ডে আবেদনে বলা হয়, আসামি মেহেদি হাসানের বাড়ি সিলেটের আম্বরখানা এলাকায়। নিহত নাজিম উদ্দিনের বাড়ি সিলেটের বিয়ানীবাজারের টুক ভরাউট গ্রামে। সে সিলেট শহরের দরগার গেট আম্মরখানা এলাকার মেসে থেকে পড়াশোনা করত। ২০১০ সালের দিকে সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক পাস করেন। নাজিম উদ্দীন ফেসবুকে ধর্মবিরোধী লেখালেখি করত। ২০১০ সালে ব্লগার নীলয় হত্যার পর সিলেটের আম্মর এলাকায় চা খাওয়ার সময় নাজিম উদ্দীনকে আক্রমণের জন্য কয়েকজন অনুসরণ করেন। পরে সে বিষয়টি বুঝতে পেরে মেসে চলে যায়। আসামি মেহেদি হাসান নাজিম উদ্দীনকে অনুসরণকারীদের অন্যতম। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি হন নাজিম উদ্দীন। পূর্ব পরিকল্পনা মতে এই আসামিসহ অন্যরা ওই হত্যাকান্ডে জড়িত আছে বলে গভীরভাবে সন্দেহ করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য রিমান্ডে প্রয়োজন। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য,রাজধানীর বাড্ডা থানার সন্ত্রাস বিরোধী আইনে করা একটি মামলায় গত ১৯ এপ্রিল সিলেট থেকে মেহেদি হাসানকে গ্রেপ্তার করা হয়।