রাকিব খান : চুয়াডাঙ্গায় জীবননগরে বিএসএফের গুলিতে নিহত কিশোর শিহাবের মা অভিযুক্ত বিএসএফ জোয়ানদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। শিহাবের পরিবারে এখনও চলছে শোকের মাতন।
দুই বোনের একমাত্র ভাই ছিল শিহাব। কোনো সান্তনা মানতে চাচ্ছে না ছেলে হারানো মা আর ভাই হারানো বোন।
শিহাবের মা দেলওয়ারা বেগম বলেন, আমার ছেলেকে যারা মেরেছে আমি তাদের দুষ্টান্তমূলক শাস্তি চাই। আমার ছেলের মতো আর যেনো কোনো মায়ের বুক খালি না হয় সে ব্যাপারে সরকারকে উদ্যোগ নিতে হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে শিহাব ও তার কয়েক বন্ধু মিলে আম পারতে যায়। শিহাব আম পারতে গাছে উঠে আর বাকি বন্ধুরা গাছের নীচে ছিলো। বিএসএফ জোয়ানরা ধাওয়া করলে শিহাবের বন্ধুরা পালিয়ে যায়। পরে শিহাবকে গাছ থেকে নামিয়ে নির্যাতনের পর গুলি করে হত্যা করে।
উল্লেখ্য, কুঁড়িগ্রামে ফেলানী হত্যায় অভিযুক্ত বিএসএফ অনীল ঘোষকে খালাস দেয়া হয়। এবার যেন এমনটি না হয় সেই আশা শিহাবের পরিবারের।-এনটিভি