সজল সরকার : বাংলাদেশের নারী সুফিয়া আখতার, ২০১৪ সালের অক্টোবর মাসে দুবাইয়ে এক দূর্ঘটনায় পড়া ৪ জন শিশুকে বাঁচিয়ে নিজের জীবন দিয়েছিলেন। দুবাই কেয়ারে কর্মরত সুফিয়া নিজের জীবনের বিনিময়ে যেভাবে অন্যের জীবন বাঁচিয়েছেন তার প্রতি সম্মান জানাতে দুবাই কেয়ার কর্তৃপক্ষ বাংলাদেশের সুনামগঞ্জ জেলার সুফিয়ার আখতারের গ্রাম ভাটা পাড়ায় একটি উচ্চ মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা করবে।
দুবাই যুবরাজ মোহাম্মদ বিন রশিদ আল মকতুমের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের উচ্চ পর্যায়ের নেতাগণ বাংলাদেশে দুবাই দূতাবাস ও সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশে স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা চান। বাংলাদেশের কয়েকটি এনজিওদের সঙ্গেও আলোচনা করেন তারা। অবশেষে ব্র্যাক-এর সহযোগিতায় সুনামগঞ্জ জেলার ভাটা পাড়া গ্রামে স্কুল প্রতিষ্ঠার জায়গাও পরিদর্শন করে দুবাই কেয়ার কর্তৃপক্ষ।
সুফিয়া আখতারের সম্মানে তার গ্রামে যে স্কুলটি প্রতিষ্ঠা হচ্ছে তা প্রধানত ওই গ্রামের মেয়ে শিক্ষার্থীদের জন্য। দুবাই কেয়ার আগামী ৫ বছর এ স্কুলটির পরিচালনা খরচ বহন করবে।
সুফিয়ার সম্মানার্থে উক্ত স্কুলটির নামকরণও তার নামেই হবে। বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ডঃ সায়েদ বিন হাজার আল শেহি বলেন, ‘বিশ্বব্যাপী মানবতার কাজে সহযোগিতা করছে আরব আমিরাত। বাংলাদেশে সুফিয়ার নামে স্কুল প্রতিষ্ঠা এরই একটি অংশ এবং স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও অটুট হবে বলে আশা করি।’
সূত্রঃ খালিজ টাইমস