দেলওয়ার হোসাইন : চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে আওয়ামী লীগের আরও ৪২ জন প্রার্থী বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহার শেষে এ তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান।
ঘোষিত তফসিল অনুযায়ী, গত ১২ মে ছিল পঞ্চম ধাপের ৭২৯ ইউপিতে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। আগামী ২৮ মে এসব ইউপিতে ভোট হবে।
ইসির জনসংযোগ পরিচালক সোমবার বলেন, পঞ্চম ধাপে চেয়ারম্যান পদে ৭২৯ ইউপিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন ৩ হাজার ২৫৪ জন। এরমধ্যে ১৫টি দলের প্রার্থী ১ হাজার ৭২৭ জন ও স্বতন্ত্র প্রার্থী ১ হাজার ৫২৭ জন। এ ধাপে নৌকা প্রতীকের ৪২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তিনটি ইউপি বাদে ৭২৬ ইউপিতে প্রার্থী রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের, ১০০ ইউপিতে প্রার্থী নেই বিএনপির। এছাড়া জাতীয় পার্টি ১৭৭টি, জাসদ ২১টি, বিকল্পধারা ২টি, ওয়ার্কার্স পার্টি ১৩টি, ইসলামী আন্দোলন ১২২টি, জেপি ২টি, ইসলামী ফ্রন্ট ১১টি, এলডিপি ৬টি, সিপিবি ৫টি, জেএসডি ১টি, কৃষক শ্রমিক জনতা লীগ ৬টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৭টি এবং অপর একটি দল ১ ইউপিতে প্রার্থী দিয়েছে।
যেসব ইউপিতে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত : কুমিল্লার তিতাস উপজেলার জিয়াকান্দি, লাঙ্গলকোটের বাক্সগঞ্জ, বুড়িচংয়ের ভারেল্লা উত্তর, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাজানগর, শিলক, পদুয়া, কোদালা, চন্দনাইশের জোয়ারা, চাঁদপুরের মতলব উত্তরের বাগানবাড়ী, দুর্গাপুর, একলাশপুর, ইসলামাবাদ, মোহনপুর, সাদুল্লাপুর, ষাটনল, ফতেহপুর, নারায়ণগঞ্জের আড়াইহাজারের ব্রাহ্মণদী, দুপ্তারা, ফতেপুর, হাইজাদি, কালাপাহাড়ি, মাহমুদপুর, সাতগ্রাম, উচিৎপুর, নড়াইলের লোহাগড়ার কাশিপুর, ফেনীর দাগনভুঞার জায়লস্কর, মুন্সিগঞ্জ সদরের বাংলাবাজার, চরকেরয়ার, গজারিয়ার বাউসিয়া, শরীয়তপুরের নড়িয়ার ভজেশ্বর, ভুমখাড়া, চামটা, ডিংগামনিক, জপসা, জাজিরার বিলাসপুর, সিরাজগঞ্জের কাজীপুরের সোনামুখী, গান্ধাইল, তেকনী, মনসুরনগর, খাসরাজবাড়ি, মানিকগঞ্জের বেতিলা ও দিঘী ইউপির চেয়ারম্যান প্রার্থীরা।