হীরা, বরিশাল : দীর্ঘ ২০ বছর পর বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ফের একাদশ শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তির উদ্যোগ নেয়া হয়েছে। চলতি শিক্ষাবর্ষে এ কলেজে বিজ্ঞান শাখার ৩’শ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
আগামী ২৬ মে থেকে ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রমতে, বিএম কলেজ ১৯৯৬ সালে বিশ্ববিদ্যালয় কলেজ ঘোষণার মধ্যদিয়ে ইন্টারমিডিয়েট কোর্স বাতিল করা হয়। একই সাথে ঢাকা কলেজ, রাজশাহী কলেজ, বিএল কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইন্টারমিডিয়েট কোর্স বাতিল করা হয়। তবে ওইসব কলেজে ২০১১ সাল থেকে ফের ইন্টারমিডিয়েট কোর্স চালু করা হলেও বিএম কলেজে এ কোর্স চালু করা হয়নি।
বিএম কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এএসএম কায়ুম উদ্দিন আহম্মেদ জানান, একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত মোতাবেক চলতি মাসের ২৬ মে থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু করা হবে। তিনি আরও জানান, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শ্রেণী কক্ষ, ল্যাবসহসব অবকাঠামো প্রস্তুত করা হয়েছে। এছাড়া ড্রেস কোডও নির্ধারণ করা হয়েছে। এবছর বিজ্ঞান শাখার ৩’শ শিক্ষার্থীকে ভর্তি করা হবে।
বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর স ম ইমানুল হাকিম জানান, ১৯৯৬ সালে মন্ত্রণালয়ের নির্দেশে দেশের এ গ্রেডের কলেজগুলোর ইন্টারমিডিয়েট কোর্স বাতিল করা হয়। এতে করে এ কলেজের শিক্ষা ও পরিবেশ থেকে বঞ্চিত হয়েছে শিক্ষার্থীরা।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ জিয়াউল হক বলেন, একটা সময় বিএম কলেজসহ দেশের বিভিন্ন কলেজে অনার্স কোর্স চালুর লক্ষ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। তবে এ বছর থেকে বিজ্ঞান শাখায় ফের এইচএসসি কোর্স চালু করা হচ্ছে।