এম রবিউল্লাহ: তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরির ভোটারদের গণতান্ত্রিক ভোট উৎসবে যুক্ত হওয়ার আহবান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার এক টুইট বার্তায় মোদি ভোটারদের প্রতি এই আহ্বান জানান।
নামিল নাড়–র ২৩২ টি আসন, কেরালার ১৪০ টি আসন ও পুদুচেরির ৩০ টি আসনে নির্বাচন চলছে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এখনো কোনো ধরনের প্রভাব বিস্তার করেনি এই রাজ্য সরকারের নির্বাচনে। কেরালা ও তামিল নাড়–র নির্বাচনের পরিবেশ শান্ত।
অল ইন্ডিয়া আন্না দ্রাবিদা মুনিত্রা কাজাগাম (এআইএডিএমকে) নেত্রী জয়ললিতা তামিল নাড়ুর দ্রাবিদা মুনিত্রা কাজাগাম (ডিএমকে) প্রধান এম করুনানিদি তার পুত্র দলের ট্রেজারার এমকে স্টেলিন, ভারতীয় জনতা পার্টি (বিজেপির) রাজ্য নেতা তামিলাইসাই সুন্দরার্জন, কংগ্রেস নেতা পি চিদাম্বরামও ভোট দিয়েছেন। এই পর্যন্ত ১৮ ভাগ ভোট পড়েছে। দ্য স্টেটসম্যান।