সিলেটের সকাল : তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু আজ মঙ্গলবার (১৭ মে) সিলেট আসছেন।
এদিন বিকেল সোয়া ৩টায় উড়োজাহাজযোগে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।
সিলেট সফরের প্রথম দিন রাত ৯টায় নগরী জিন্দাবাজার নজরুল একাডেমি কর্তৃপক্ষ আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত হবেন তিনি।
পরদিন বুধবার (১৮ মে) সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা জাসদ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
ওই কর্মী সমাবেশকে সফল ও সার্থক করার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ ও সাধারণ সম্পাদক কে.এ.কিবরিয়া চৌধুরী।