//২৮ মে পঞ্চম ধাপের ইউপি নির্বাচন//
ডেস্ক রিপোর্ট : চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপের প্রচারণা শুরু হয়েছে। এ ধাপে ৩ হাজার ২৫৪ চেয়ারম্যান প্রার্থী ভোটারের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করে বেড়াচ্ছেন। যদিও প্রচারণায় শঙ্কা আর উৎকণ্ঠার কথা জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন শতাধিক প্রার্থী। তবে এ ধাপেও ভোটের আগেই ৪২ ইউপিতে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা। আগামী ২৮ মে এ ধাপের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই ধাপে বিএনপির প্রার্থী নেই ১০০টি ইউপিতে। গত বৃহস্পতিবার পঞ্চম ধাপে ৭২৯টি ইউপির মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। শুক্রবার দেওয়া হয়েছে প্রতীক বরাদ্দ। এর দুইদিন পর প্রার্থীদের তথ্য জানানো হয় ইসির পক্ষ থেকে।
ইসি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পঞ্চম ধাপের ৭২৯টি ইউনিয়নের বিপরীতে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সর্বমোট ৩ হাজার ২৫৪জন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ১৫২৭ ও রাজনৈতিক দলের প্রার্থী ১৭২৭ জন। রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ৭২৬, বিএনপির ৬২৯ ও জাতীয় পার্টি-জাপার ১৭৭টি ইউপিতে প্রার্থী রয়েছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় যেসব ইউপিতেঃ কুমিল্লার তিতাস উপজেলার জিয়ার কান্দি ইউনিয়ন, নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ, বুড়িচংয়ের ভাবেল্লাপুর; চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার রাজনগর, শিলক, পদুয়া ও কোদালা ইউনিয়ন, চন্দনাইশ উপজেলার জোয়ারা; চাঁদপুর মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী, দুর্গাপুর, একলাশপুর, ইসলামাবাদ, মোহনবাদ, সাদুল্লাপুর, ষাটনল ও ফতেপুর ইউনিয়ন; নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ব্রাহ্মণদী, দুপ্তারা, ফতেপুর, হাইজাদি, কালাপাহাড়িয়া, মাহমুদপুর, সাতগ্রাম ও উচিৎপুর ইউনিয়ন; নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউপি; ফেনী দাগনভূঞা উপজেলার জায়লষ্কর ইউনিয়ন; মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার, চরকেবয়ার ও বাউসিয়া ইউনিয়ন; শরীয়তপুর জেলার নড়ীয়া উপজেলার ভজেশ্বর, ভুমখাড়া, চামটা, ডিংগামানিক, জপসা ও জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন; সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সোনামুখী, গান্ধাইল, তেকনী, মনসুরনগর ও খাসরাজবাড়ী ইউনিয়ন এবং মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ও দিঘী ইউনিয়ন। ইত্তেফাক