ডেস্ক রিপোর্ট: সাংবাদিক ফরিদ হোসেনকে ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
ফরিদ হোসেন দীর্ঘদিন এপির ঢাকার ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সুরাদিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম্গ্রহণ করেন। তার বাবার নাম মরহুম আব্দুস সোবহান।