চাঁদপুর প্রতিনিধি : জেলার মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামে বাল্যবিয়ে করতে আসায় বরযত্রীদের ধাওয়া করে তাড়িয়েছে এলাকাবাসী।
শুধু বাল্যবিয়েই নয়, বরের প্রথম স্ত্রী ও সন্তানও কনেবাড়িতে এসে উপস্থিত হওয়ায় বর, তার বাবা ও ঘটককে আটক রাখে তারা। পরে মুচলেকায় এবং বিভিন্ন শর্তে ছাড়া পায় তারা। সোমবার (১৬ মে) এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পেয়ারীখোলা গ্রামের আ. লতিফ প্রধানের ছেলে প্রবাসী নাজমুল আলম (৩০) সোমবার আত্মীয়-স্বজনদের নিয়ে ডিঙ্গাভাঙ্গা গ্রামের দিনমজুর জসিম উদ্দিনের সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়েকে (১৩) বিয়ে করতে যান। ওই বাড়িতে খাওয়া-দাওয়ার শেষ মুহূর্তে হাজির হয় নাজমুলের প্রথম স্ত্রী মাহমুদা আক্তার ও পাঁচ বছর বয়সী ছেলে বাপ্পী। এতে প- হয়ে যায় বিয়ের সব আয়োজন।
ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়লে বিয়েবাড়িতে আশপাশের শতশত নারী-পুরুষ জড়ো হতে থাকে। এক পর্যায়ে বরযাত্রীরা জনতার ধাওয়া খেয়ে পালিয়ে গেলেও বর নাজমুল আলম ও তার বাবা আ. লতিফ প্রধান ও ঘটক সফিককে আটক করে রাখে তারা।
রাতে উভয়পক্ষের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি শালিস বসে । সেখানে নাবালিকাকে বিয়ে না করা, জরিমানা দেয়া এবং প্রথম স্ত্রী- সন্তানকে গ্রহণ করার শর্তে তাদের ছেড়ে দেয়া হয়। এ ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বাংলামেইল থেকে নেয়া