আনাস ভূঁইয়া : সাফারি পার্ক মানে পশু-পাখি মুখোরিত একটি পার্ক। সাফারি পার্কের জন্য সবচেয়ে বেশি ক্ষেত আফ্রিকার দেশ কেনিয়া ও নামিবিয়া। প্রাকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণী দেখতে সেখানে ভীড় জমান বিশ্বে বিভিন্ন দেশ থেকে আসা হাজরো দর্শনার্থী। এবার আফ্রিকার আদলে সাফারি পার্ক গড়ে তুলেছে সংযুক্ত আরব আমিরাত।
বিশ্বের সবচেয়ে বড় সাফারি পার্ক গুলোর একটি সংযুক্ত আরব আমিরাতের আল-আইনি সাফারি পার্ক। এই সাফারি পার্কটি ২১৭ হেক্টর জমির উপর গড়ে তোলা হয়েছে। আপাতত সেখানে প্রাণী সংখ্যা রয়েছে দুইশোর মত। তবে তা আরো বাড়ানো হবে বলে জানিয়েছে পার্ক কতৃপক্ষ।
এই পার্কটিতে প্রত্যেক প্রাণীর জন্য আলাদা আলাদা পরিবেশ তৈরি করা হয়েছে। যাতে প্রাণিগুলো গুরে বেড়াতে কোন সমস্যা না হয়। আল-আইনি সাফারি পার্ক ভ্রমনে জনপ্রতি গুনতে হবে ৫০০ ডলার।তবে অনেকলোক এক সাথে গেলে তাদের জন্য বিশেষ ছাড় রয়েছে।
সাফরি পার্কটির কতৃপক্ষ মনে করেন এটি হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে আসবে অনেক দর্শনার্থী এমনটাই আশা করছেন কতৃপক্ষ।