শাহানুজ্জামান টিটু : দেশে এক ব্যক্তির হুংকারের শাসন চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। তিনি বলেন, ভোটারবিহীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণতন্ত্র সম্পর্কে একটা অনুভুতি আছে, সেটি হলো-ভয় ও বিতৃষ্ণার সংমিশ্রণ। তিনি নিজেকে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানের উর্দ্ধে মনে করেন। তিনি সংবিধান স্বীকৃত মানুষের গণতান্ত্রিক অধিকারকে অগ্রাহ্য করে তার হুকুম তামিল করানোটাকেই সবচাইতে বড় আইন বলে সবাইকে মেনে নিতে বাধ্য করছেন।
মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সরকারের ঘৃণ্য চক্রান্তেই ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মতো একজন খ্যাতিমান আইনজীবীকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে সমালোচনা গণতন্ত্রে অনুমোদিত বিষয়। কিন্তু বর্তমান ভোটারবিহীন সরকার তাদের বিরোধীতার কথা শুনলেই চমকে উঠে।
রিজভী বলেন, গণতন্ত্রে নির্বাচনই হচ্ছে অগ্রগণ্য স্তর, যেখানে জনগণের মত এবং অমতই প্রতিফলিত হয়। কিন্তু এখন বাংলাদেশে সেই নির্বাচন অজানা গন্তব্যে যাত্রা করেছে।
মুলত: ভোটারবিহীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুস্কৃতিকারিদের বেআইনী বন্দুকের শাসনজারি করার কারণেই চলমান নির্বাচনগুলোতে বিনা ভোটে নির্বাচিত হওয়ার হিড়িক পড়ে গেছে।
তিনি বলেন, পঞ্চম ধাপেও ৪২ জন আওয়ামী চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কারণ আওয়ামী প্রার্থীর প্রতিদ্বন্দ¦ীরা এলাকা ছাড়া, মনোনয়ন পত্র ক্রয় ও জমাদানে বাধা, জমা দেয়ার পরও জোর করে অপহরণের মাধ্যমে অস্ত্র ঠেকিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহারে বাধ্য করা, ভোটের দিন ভোটারদেরকে ভোটকেন্দ্রে যেতে হুমকি প্রদানের মতো অভিনব নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলার কারণেই আওয়ামী প্রার্থীদের জয়জয়কার।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে গত ১৫ মে দেশব্যাপী বিএনপি আয়োজিত কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় দলের পক্ষে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া যারা গ্রেফতার হয়েছেন তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন। হামলায় আহত বিএনপি নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা, দেশব্যাপী ইউপি নির্বাচনে আওয়ামী সহিংসতায় সৃষ্ট প্রহসন ও তামাশায় নির্বাচন কমিশনের নির্বিকার ভূমিকা পালনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী।