সজল সরকার : সংযুক্ত আরব আমিরাত আরব বিশ্বের মধ্যে সবচেয়ে আধুনিক ও উন্নত হতে সব ধরণের ব্যবস্থাই করছে। ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির গতির সঙ্গে শিল্প সাহিত্যেও এগিয়ে যাচ্ছে দেশটি। তবে দেশ গঠনে যুব সম্প্রদায় যে অপরিসীম ভূমিকা রাখতে পারে সেই যুব সমাজকে সঠিক পথে রাখতে সেদেশের যুব মন্ত্রণালয় বিশেষ ব্যবস্থা নিয়েছে। যুব কল্যান প্রতিমন্ত্রী শাম্মা বিনতে সোহেল ফারিস আল-মাজরয় ১শ সদস্যের উপদেষ্টা দল গঠন করেছেন দেশের যুব সম্প্রদায়কে ভবিষ্যতের পথ দেখানোর পরামর্শ দেওয়ার লক্ষ্যে।
মন্ত্রণালয়ের তত্বাবধানে গঠিত এ ‘অ্যাডভাইজার গ্রুপ’ ১শ দিনের প্রকল্পে দেশের বিভিন্ন স্থানে গিয়ে যুব সম্প্রদায়কে ভবিষ্যত পরিকল্পনার ইতিবাচক পরামর্শ দেবেন। মন্ত্রী শাম্মা বলেন, ‘এ পরিকল্পনার প্রাথমিক সেশনে দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম উপস্থিত থাকায় যুবকরা ব্যাপক অনুপ্রেরণা পেয়েছে।’ উপদেষ্টামন্ডলী যুব সমাজকে নিত্য নতুন আবিষ্কার, ব্যবস্থাপনা, মার্কেটিং, নেতৃত্ব ও পরিকল্পনা বিষয়ে বিভিন্ন পরামর্শ দিবেন।
আমিরাতি ইয়ূথ কাউন্সিল দেশের যুব সম্প্রদায়কে প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে এবং দেশের সংবাদ মাধ্যম এ উদ্যোগকে এগিয়ে নিতে অনেক বড় ভূমিকা পালন করছে বলে যুব কল্যান মন্ত্রী জানান। সামাজিক যোগাযোগ ওয়েবসাইটেও ইয়ুথ সার্কেলের বিভিন্ন কার্যক্রম ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। যুব উন্নয়নে এসব কার্যক্রমে দেশের প্রায় সব প্রান্ত থেকেই যুবকরা অংশ নিতে আগ্রহ প্রকাশ করছে বলে মন্ত্রাণলের পক্ষ থেকে বলা হয়।
সূত্রঃ খালিজ টাইমস