সিলেটের সকাল : নগরীর স্টেশন রোডের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে স্টেশন রোড ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব গোলাম হোসেন দক্ষিণ সুরমা থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে তিনি এ ঘটনার জন্য বরইকান্দি সুনামপুর গ্রামের ইকবাল হোসেনকে দায়ী করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ইকবাল হোসেন গত ৯ মে রাত ৮টায় স্টেশন রোডস্থ মধুবন মিষ্টি ঘরে, ১০ মে রাত ১০টায় স্টেশন রোডস্থ শামীম রেস্টুরেন্টে এবং পরদিন ১১ মে সন্ধ্যা ৭টায় ফিজা মিষ্টি ঘরে হানা দিয়ে খরিদ করার অজুহাতে বিভিন্ন জিনিসপত্র ব্যাগে ঢুকিয়ে চলে যেতে উদ্যত হন। এ সময় সংশ্লিষ্টরা বাধা দিলে আসামী অস্ত্রের ভয় দেখিয়ে চলে যায়। এ কারণে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশের প্রতি আহ্বান জানানো হয়।
এদিকে, গত ১৪ মে অনুষ্ঠিত স্টেশন রোড ব্যবসায়ী সমিতির জরুরী সভায় সেখানকার বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজির নিন্দা জানানো হয়। সভায় সমিতির সহ-সভাপতি আলহাজ্ব হাবিব হোসেন পুনরায় বরইকান্দি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
সমিতির সভাপতি আলহাজ্ব গোলাম হোসেন সভায় সভাপতিত্ব করেন।