ইসমাঈল হুসাইন ইমু : রাজধানীর তেঁজগাও নাখালপাড়া রেল লাইনে ট্রেনে কাটা পড়ে ওবায়দুল্লাহ (২৫) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা থেকে জয়দেবপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। যশোর শর্শা থানার গোগা গ্রামের রফিকুল ইসলামের ছেলে নিহত ওবায়দুল্লাহ জবির অর্থনীতি বিভাগের ২য় সেমিস্টারের ছাত্র। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, মুঠোফোনে কথা বলতে বলতে ওবায়দুল্লাহ রেল লাইন অতিক্রম করছিল। ওই সময় জয়দেবপুরগামী ট্রেনটি তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।