আরিফুর রহমান: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী কলেজে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের জের ধরে মুসলিম ছাত্রাবাসের ৩ টি কক্ষে আগুন ধরিয়ে দেয়া হয়।
ফায়ার সার্ভিসের লোকজন এসে ৩টি কক্ষের আগুন নিয়ন্ত্রণে এনেছে। সংঘর্ষের পরেই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যাপ্ত পুলিশ ক্যাম্পাসে অবস্থান করেছে যাতে সংঘর্ষ না বাধে।
রাজশাহী কলেজের ছাত্রলীগের আহ্বায়ক শিহাব বলেন, ‘আমরা যখন দেশনেত্রী শেখ হাসিনার ৩৫তম প্রত্যাবর্তন দিবসে আনন্দ মিছিল করেছি। শাহীন মুসলিম হলের এ ব্লকের কনভেনার এবং মিছিল অরগাইনজ করার কারণে তার উপর ছাত্রদল হামলা করে । হামলায় শাহীন আহত হন।
সূত্র: সময় টিভি.