মেহেদী হাসান উজ্জ্বল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে মঙ্গলবার বেলা ১২টায় স্থানীয় বাসষ্ট্যান্ডে দুলাল মার্কেটে কেজি দরে একটি মোটরসাইকেল বিক্রি হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, ফুলবাড়ীর পৌর এলাকার চাঁদপাড়া গ্রামের মৃত ছবির উদ্দিন মন্ডল-এর ছেলে ইউসুব আলী মিঠু তার রানার ১২৫ সিসি মোটরসাইকেল ২০০ টাকা কেজি দরে ওজনে পৌর এলাকার দুলাল মার্কেটের ভাংড়ি ব্যবসায়ী মিলনের নিকট বিক্রিয় করে। যার লাইসেন্স নং জয়পুরহাট-হ-১১-২৫১৬। মোটরসাইকেলটির ওজন ৮৮ কেজি। যার মূল্য দাঁড়ায় ১৭৬০০ টাকা।
মোটরসাইকেল বিক্রিতা মিঠু জানায়, ইয়ার্কির মাধ্যমে মিলনের কাছে কেজি হিসেবে মোটরসাইকেল বিক্রির প্রস্তাব করলে, সে তাৎক্ষনিক মোটরসাইকেলটি ক্রয় করে নেয় এবং মিঠুকে মোটরসাইকেল বাবদ উক্ত টাকা পরিশোধ করে।