ইসমাঈল হুসাইন ইমু : রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ২০০ পিস ইয়াবাসহ জেরিন (২৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করে রেলওয়ে পুলিশ (জিআরপি)। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, জেরিন চট্টলা এক্সপ্রেস নামে একটি ট্রেনে করে চট্টগ্রাম থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশনে আসেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় একটি মামলা (মামলা নম্বর-২১) করা হয়েছে।