রাশিদ রিয়াজ : ভারতের রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজনকে অবিলম্বে পদত্যাগ করার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর দাবি, রাজন মানসিকভাবে সম্পূর্ণ ভারতীয় নন।
চিঠিতে স্বামী লিখেছেন, গভর্নর ইচ্ছাকৃতভাবে ভারতীয় অর্থনীতিকে ভেঙে তছনছ করছেন। এটা দেখে আমি তাজ্জব হয়ে এই প্রস্তাব করছি। গত দু বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির খারাপ ঋণ দ্বিগুণ হয়ে সাড়ে ৩ লাখ কোটি ছাড়িয়েছে। একথা উল্লেখ করে স্বামী দাবি করেছেন, ড. রাজনের এই কার্যকলাপেই বোঝা যাচ্ছে যে তিনি ভারতীয় অর্থনীতির উন্নতির বদলে তাকে বাধা দেওয়ার কাজে বেশি ব্যস্ত রয়েছেন।
রাজনের নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তুলে স্বামীর কটাক্ষ করে বলেন, আমেরিকা সরকারের গ্রিন কার্ডে রাজন এই দেশে রয়েছেন। কাজেই তিনি মানসিক দিক থেকে পুরোপুরি ভারতীয় নন। নইলে কেনই বা তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হয়েও নিজের গ্রিন কার্ড রিনিউ করাতে প্রতি বছর আমেরিকা যাবেন?
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বিজেপি নেতা প্রশ্ন তুলেছেন, ‘দেশে গভর্নর পদের জন্য এত যোগ্য বিশেষজ্ঞ থাকা সত্ত্বেও কেন ইউপিএ সরকার নিযুক্ত ভারতীয় অর্থনীতির বিরুদ্ধে কাজ করা রাজনকে তাঁর পদে রেখে দেওয়া হবে? জাতীয় স্বার্থেই সরিয়ে দেওয়া হোক রাজনকে।’
গত সপ্তাহেই রাজনকে সরানোর দাবিতে সোচ্চার হয়েছিলেন বিজেপি নেতা। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে গেলে রাজন বিষয়টিকে হাল্কাভাবেই নিয়ে বলেন, ‘তিনি তাঁর চাকরির প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন। তবে, এ বিতর্কে মুখ না খুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, সরকার ও কেন্দ্রীয় ব্যাঙ্কের মধ্যে সম্পর্ক বেশ ভালো। টাইমস অব ইন্ডিয়া