এম কবির : নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘আসল বিএনপি’র মুখপাত্রের দাবিদার কামরুল হাসান নাসিমের নেতাকর্মীরা মহড়া দিয়েছে। তবে মঙ্গলবার দুপুর ১টায় নাইটেঙ্গেল মোড় থেকে নাসিমের অনুসারীরা মিছিল নিয়ে নয়াপল্টন কার্যালয়ের সামনে আসলে বিএনপির নেতাকর্মীরা লাটিসোটা নিয়ে তাদের ধাওয়া দেয়।
দলীয় বিপ্লবের তৃতীয় মহড়া সম্বলিত একটি ব্যানার নিয়ে নাইটেঙ্গেল মোড় থেকে নাসিমের অনুসারীরা একটি মিছিল নিয়ে নয়াপল্টন কার্যালয় হয়ে ফকিরাপুলের দিকে যাচ্ছিলেন।
কার্যালয়ে অতিক্রম করার সময় নয়াপল্টনে অবস্থানরত বিএনপি নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া করলে নাসিমের অনুসারীরা নয়াপল্টন ত্যাগ করেন। পরে নয়াপল্টন এলাকায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এসময় কামরুল হাসান নাসিমকে সরকারের এজেন্ট বলে সেøাগান দেন তারা।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আমিনুল ইসলাম, যুবদল নেতা সোহেল, ছাত্রদলের সাবেক নেতা সরদার মোহাম্মদ নুরুজ্জামান, ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটওয়ারী তাৎক্ষণিক অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেন। তবে এসময় কার্যালয়ে অবস্থান করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহিন, খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন “িার তৃতীয় তলায় অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। নাসিমের অনুসারীরা মূলত বিএনপি কার্যালয় দখল করার উদ্দেশ্যে নয়াপল্টনের দিকে যাচ্ছিল বলে জানা যায়।
এর আগে ২ জানুয়ারি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ‘দখল’ করতে গিয়ে পিটুনি খেয়ে পালায় ‘আসল বিএনপি’। ওই দিনও কার্যালয়ে থাকা বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এরপর ১৭ জানয়ারি আবার বিএনপি অফিস দখল করতে গেলে তখনও ধাওয়া খেয়ে পালিয়ে যায় তারা।