ডেস্ক রিপোর্ট : বলিউডের অভিনেত্রী সোনাল চৌহান বলতে এক নিমেষে লোকের সামনে ভেসে আসে বলিউডি ছবি ‘জান্নাত’-এর নায়িকা, ইমরান হাসেমির প্রেমিকা সোনালের কথা। কিন্তু সমপ্রতি তার জীবনে এক আজব ঘটনা ঘটে চলেছে।
এক অদ্ভুত প্রেমিকের খপ্পরে পড়েছেন তিনি। তিনি প্রেম নিবেদন করতে সোনালের সামনে আসেন না। হয়তো মনে করছেন, সামনে গেলে সাড়া তো পাবেনই না, উপরন্তু হয়রানি কিংবা পিটুনি খাবার সম্ভাবনা আছে। তাই আড়াল থেকে পুষ্পবর্ষণ করে চলেছেন তিনি। প্রতিদিন সোনালের বাড়িতে পাঠিয়ে দেন হাজার খানেক গোলাপ ফুল।
এখন এমনই অবস্থা যে এই নায়িকার বাড়ির গেস্টরুম ভরে যায় গোলাপে। বলিউডে সোনালের ছবি তেমন না চললে কি হয়েছে, তার রূপে যে পুরুষরা মাতোয়ারা সেটা এই গোপন প্রেমিকের কর্মকান্ড থেকে পরিস্কার। ইত্তেফাক