আরএইচ রফিফ, বগুড়া : বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের ছাদ থেকে পড়ে ২ যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুুপুর একটার দিকে শেরপুরের মির্জাপুর মদনপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শেরপুর ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের মদনপুর এলাকায় একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস থামলে সবাই এগিয়ে যায়। মানুষজনকে এগিয়ে যাওয়া দেখে বাসটি দ্রুত চলে যায়। পরে স্থানীয়রা রাস্তার পাশে দুইজনের মৃতদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি উপজেলার সিমাবাড়ী ইউনিয়নের বেটখৈর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে দুলাল (২৫)। অপরজনের পরিচয় এখানো পাওয়া যায়নি।
পুলিশ জানায় , দুলাল বগুড়ার তিনমাথা থেকে বাড়ি যাওয়ার জন্য বাসে উঠেছিলেন। অন্যজনের ব্যাপারে কিছু জানা যায়নি ।
শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।