ওয়ালি উল্লাহ সিরাজ: মধ্যরাত। অনেক সময় খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙ্গে যায়। টেনশনে আর ঘুম আসে না। সত্যিই কি এমনটা হবেৃ। আমাদের নবী (সা.) আমাদের সবই শিখিয়েছেন, কিভাবে ঘুমাতে হবে তাও তিনি শিখিয়ে দিয়েছেন। নবী (সা.) এর সুন্নত অনুযায়ী ঘুমালে শয়তান ঘুমের মাঝে মুমিনকে ভয় দেখাতে পারে না। কিন্তু কখনো মাসনুন দোয়া (হাদিসে বর্ণিত দোয়া) পড়ে না ঘুমালে শয়তান মানুষকে ভয় দেখায়, খারাপ স্বপ্ন দেখায়।
খারাপ স্বপ্ন দেখে ঘুম ভাঙলে কি করতে হবে তাও আমাদের নবী (সা.) আমাদের শিখিয়েছেন। একটি হাদিসে এসেছে, হযরত আবু কাতাদাহ (রা.)বর্ণনা করেন, নবীকরিম (সা.) বলেছেন, সুস্বপ্ন (অন্য এক বর্ণনায় আছে সুন্দর স্বপ্ন) আল্লাহর পক্ষ থেকে এবং কুস্বপ্ন বা খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে (দেখানো) হয়। অতএব যে অপ্রীতিকর কিছু দেখবে, সে যেন তার বাম দিকে তিনবার হাল্কাভাবে থুতু ছিটায় ও শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে। তাহলে তা তার কোন ক্ষতি করতে পারবে না। -( বুখারি, মুসলিম ও তিরমিযি)