রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার আরও তিন জেএমবি সদস্যকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার বেলা ৩টার দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মোকসেদা আজগর তাদের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রহমতুল্লাহ ওরফে শাহিন (২৫) এবং রাজশাহী নগরীর উপকণ্ঠ খড়খড়ি বাইপাস এলাকার আবদুস সাত্তার (৫০) ও তার ছেলে খায়রুল ইসলাম ওরফে রিপন (২৬)।
জানা গেছে, গ্রেপ্তার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রহমতুল্লাহর বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা গ্রামে। তার বাবার নাম মোসলেম উদ্দীন। তিনি বিশ্ববিদ্যালয়ের মাদার বখস হলের ১০৭ নম্বর কক্ষে থাকতেন।
পুলিশের ভাষ্য, সোমবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও রাজপাড়া থানা জোনের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম তাদের রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে আসামিদের রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ হাজির করে পুলিশ তাদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করে। পরে বিচারক মোকসেদা আজগর প্রত্যেক আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রায়ের পর তাদের কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।
এর আগে গত ২৩ এপ্রিল শনিবার সকাল পৌনে ৮টায় রাজশাহীর শালাবাগান এলাকায় নিজ বাসা থেকে একটু দূরে অধ্যাপক রেজাউল করিমকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।