মোতালেব সরকার, ফুলপুর (ময়মনসিংহ): ময়মনসিংহ- হালুয়াঘাট সড়কের তারাকান্দা উপজেলার বাগুন্দা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অর্ধশত আহত হয়েছেন।
মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা সার্ভিসের যাত্রীবাহী বাসের (১৪-৮৩০৭) সঙ্গে বাগুন্দা মোড়ে ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম সার্ভিসের বাসের (১১-৬৩৯৪) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে অর্ধশত যাত্রী আহত হন। শ্যামলী বাংলা বাসের দরজায় আটকে আলামিন (২৫) নামে এক হেলফারের মৃত্যু হয়।
গুরুতর অবস্থায় ৫ জন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ৪০ জন ফুলপুর হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় ময়মনসিংহ- হালুয়াঘাট সড়কে বিকলি ৪ টা থেকে সাড়ে ৬ টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদ হোসেন চৌধুরী ও তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।