সাবিহা সুলতানা: আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টার মামলায় ঢাকা মহানগর দায়রা ও জজ আদালতে মাহমুদুর রহমানের জামিনের আবেদন জানানো হলে শুনানি শেষে তা নামঞ্জুর করেন উক্ত আদালতের বিচারক কামরুল ইসলাম মোল্লা।
এদিন সিএমএম আদালতে এ মামলার পুলিশ প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও কোনো প্রতিবেদন না আসায় দিন পিছিয়ে আগামী ১৬ জুন পুননির্ধারণ করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম মাসুদ জামানের আদালত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ গত বছরের আগস্টে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে, যা পরে মামলায় রূপান্তরিত হয়। এ বছরের ১৬ এপ্রিল ডিবি পুলিশ শফিক রেহমানকে আটক করে। পরে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখায় পল্টন থানার পুলিশ এবং পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। এই মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ১৮ এপ্রিল সিএমএম আদালতে হাজির করে জয়কে অপহরণ করে হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার দেখানো (শ্যোন অ্যারেস্ট) এবং দশদিনের রিমান্ডের আবেদন জানান তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এএসপি হাসান আরাফাত।