ইউছুপ রেজা, চট্টগ্রাম : চট্টগ্রামের বোয়ালখালী পৌর মেয়র হাজী আবুল কালাম আবু আবারও স্বপদে ফিরেছেন। আইনী জটিলতায় সাময়িক বরখাস্ত হয়ে দীর্ঘ ১ মাস পর মঙ্গলবার (১৭ মে) পুনরায় বোয়ালখালী পৌরসভায় যোগদান করেন তিনি।
জানা যায়, একটি হত্যা মামলায় অভিযোগপত্র গঠিত হলে ¯’ানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ গত ৭ এপ্রিল বোয়ালখালী পৌর সভার মেয়র আবুল কালাম আবুকে সাময়িক বরখাস্ত করা হয়।
মেয়র আবু এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ গত ৫মে তাকে স্বপদে বহালের আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুল আলম।