ইসমাঈল হুসাইন ইমু : যানজট নিয়ন্ত্রণে সিএনজি স্টেশন মালিকদের সঙ্গে ট্রাফিক পুলিশের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের ডিসির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডিসি ট্রাফিক উত্তর প্রবীর কুমার রায় বলেন, সিএনজি স্টেশন স্থাপনের সময়ের যানজট পরিস্থিতি বর্তমান সময়ের মতো ছিল না। গাড়ির সংখ্যা বেড়েছে। ফ্লাইওভার গাড়ির গতিপথ পরিবর্তন করে দিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে যানজট নিরসনে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। এলাকা ভিত্তিক সমস্যা চিহ্নিত করে তিনি বলেন,সমস্যা প্রায় একই ধরণের। সমাধানের জন্য উন্নত ব্যবস্থাপনা থাকলে আপনাদের ব্যবসা ভাল হবে।
তিনি বলেন, আপনারা কমপক্ষে চারজন করে কমিউনিটি ট্রাফিক পুলিশ দ্বারা রাস্তায় অপেক্ষমান গাড়ি নিয়ন্ত্রণ করুন। সভা পরিচালনা করেন এডিসি হুমায়রা পারভীন। এসি বাড্ডা রহিমা আক্তার লাকী, এসি উত্তরা জিন্নাত আলী মোল্লা,এসি তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোন মো. আবু ইউছুফ এবং এসি মহাখালী খোরশেদ আলম এলাকাভিত্তিক সমস্যা তুলে ধরেন।