সিলেটের সকাল ডেস্ক : লন্ডনের তাজ হোটেলের সামনে আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐ হোটেলে উঠেছেন।
মঙ্গলবার লন্ডন সময় বিকাল পৌনে ৪টার দিকে (বাংলাদেশী সময় রাত পৌনে ৯টা) এ ঘটনা ঘটে। তবে রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছে।
দলীয়সূত্র জানিয়েছে- বুলগেরিয়ায় অনুষ্ঠিতব্য গ্লোবাল উইমেন লিডারস ফোরামে যোগ দিতে ইউরোপ সফরে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাতদিনের ওই সফরের বিরুদ্ধে যুক্তরাজ্য বিএনপি তিন দিনের কর্মসূচি ঘোষণা করে। আজ মঙ্গলবার ঘোষিত কর্মসূচির শেষ দিন ছিল।
মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রীর অবস্থানরত তাজ হোটেলের সামনে বিক্ষোভ করতে যায় যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দেয়।
এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে উত্তেজনা বিরাজ করছিল।