সিলেটের সকাল : সিলেটে এসে পৌছেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার সন্ধ্যায় নির্ধারিত সফরে সিলেট আসার কথা থাকলেও বিরূপ আবহাওয়ায় বিলম্বিত হয় তাঁর সফর। বুধবার সকালে সিলেট পৌঁছে প্রথমে শাহজালাল (র:) মাজার জিয়ারত করতে যান তিনি। এ সময় সাংসদ সেলিম ওসমানী কর্তৃক নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “শিক্ষককে অপদস্থ করা চরম অসভ্যতা। আমি এর তীব্র নিন্দা জানাই”।
মন্ত্রী বলেন, “সরকার এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে”। আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গললবার জানিয়েছিলেন শিক্ষক অপদস্থ করার ঘটনাটি দণ্ডবিধিতে শাস্তিযোগ্য। এই বিষয়ে আইনমন্ত্রীর সাথে সহমত পোষণ করেন তিনি।
তবে আইনমন্ত্রীর বক্তব্যের কয়েকঘন্টার মধ্যেই পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয় কমিটি লাঞ্ছিত শিক্ষক শ্যামল কান্তিকে উল্টো বরখাস্ত করেছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “স্কুল কলেজের পরিচালনা পর্ষদ স্বাধীনভাবে পরিচালিত হয়। সুতরাং তারা কি সিদ্ধান্ত নেবে এটা তাদের ব্যাপার।”
তথ্যমন্ত্রী আজ সিলেটে ডায়বেটিক হাসপাতাল পরিদর্শন, যুগান্তর স্বজন সমাবেশের বই পড়া অনুষ্ঠান, জেলা জাসদের সভা, সংস্কৃতিকর্মী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সহ একাধিক অনুষ্ঠানে যোগ দিবেন। বৃহস্পতিবার মন্ত্রীর সিলেট ত্যাগের কথা রয়েছে।