মোস্তাফিজ: রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় নাসিমা (৩৭) নামের সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নকর্মী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে বংশাল থানার ফুলবাড়িয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিমার গ্রামের বাড়ি কুমিল্লা গৌরিপুরে।
জানা যায়, সকালে রাস্তা পারাপারের সময় বিএরটিসির একটি বাস এসে ধাক্কা দিলে নাসিমা গুরুতর আহত হয়ে যান এ সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে ঢামেক ইন্সপেক্টর মো: মোজাম্মেল জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা আছে।
সম্পাদনা :সারীফা রিমু