কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে একটি দেশি ওয়ান শুটার গানসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। ওই সন্ত্রাসীর নাম মো. রেজাউল ফরাজি (৩০)।
র্যাব- ১২ সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন পঁচাভিটা মন্ডল পাড়া গ্রামস্থ জনৈক নজরুল ইসলাম নজুর বসতবাড়ির পশ্চিম দিকের পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে ১টি দেশীয় ওয়ান শ্যুটার গানসহ রেজাউল ফরাজিকে গ্রেফতার করে।
রেজাউল ফরাজি (৩০) দৌলতপুর উপজেলার পাঁচভিটা গ্রামের মৃত-ইউনুছ ফরাজির ছেলে।
র্যাব জানায়, তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগ রয়েছে। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা দায়ের হয়েছে।